
আওয়ামী লীগের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে; কিন্তু শেখ হাসিনার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুললে মনে করতে হবে অভিযোগকারীর উদ্দেশ্য অসৎ।
জামাতে ইসলামীর কাফের শাখার নায়েবে আমীর পিনাকির বহু উদ্ভট ব্যাখ্যা ও পাতিহাস আমলে নেয়া হয় নি কারণ ভাইরাল হতে ও আলোচনায় আসতে সস্তা ইস্যু সন্ধান, তথ্য বিকৃতি, কুযুক্তি, মিথ্যাচার ও উল্টো পথে পথচলা ছাড়া আর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে পরিলক্ষিত হয় নি।
উদাহরণ স্বরূপ: পিনাকী একটি ভিডিও হাজির করে দাবি করেছে রাজাকারদের পোশাক ছিল, অতএব জামাত নির্দোষ। অথচ এই কথাটিই কিন্তু আমরা বলে এসেছি যে, ৭১ সালে জামাত ছিল প্যারা মিলিশিয়া বাহিনী, আত্মসমর্পণের দলিল অনুযায়ী তারা পরাজিত শক্তি তাই তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সে পোশাকের যে যুক্তি দিয়েছে তার বিপরীতে অগণিত ফুটেজ রয়েছে যেখানে রাজাকাররা পোশাক পরে নি।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কুযুক্তি ও তথ্য বিকৃতি পিনাকির সম্বল। বঙ্গবন্ধুর ৭২ সালের ছবিকে অনায়াসে দুর্ভিক্ষের ছবি বলে মিথ্যাচার করতে পারে। গায়ের জোরে তারিখ অস্বীকার করে সোহরাওয়ার্দীকে সিলেটে হাজির করে। সর্বশেষ সে নেত্রীকে টার্গেট বলে উল্লেখ করে সেফুদার মতো হাস্যকর ঘোষণা দিয়েছে। সে কিভাবে মিথ্যাচার করে তার উল্লেখ করা প্রয়োজন।
অপপ্রচারের মডেল: একটি গাড়ি ঘণ্টায় ৭০ কি:মি বেগে চললে শ্যামল ভট্টাচার্যের বয়স কত?
নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলতে ঠিক এভাবে এই প্রতারক গুগল থেকে বিচ্ছিন্ন কিছু নিউজ ক্লিপ দেখিয়ে ডাহা মিথ্যা বলেছে। নিজেকে ডাক্তার বলে উল্লেখ করলেও কখনো প্র্যাকটিস করার সুযোগ না পাওয়া এই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ যে হাতুড়ে ডাক্তার রয়ে গেছে তার প্রমাণ দিয়েছে সে।
১. নেত্রী বলেছেন, করোনা টিকা দিতে বিদেশ থেকে বিমানে করে বিশেষ সিরিঞ্জ এনেছেন - এটি নাকি মিথ্যা। দেশে এক কোটি সিরিঞ্জ সরবরাহের তথ্য নাকি মিথ্যা। এক্ষেত্রে সে জেএমআই কোম্পানির সিরিঞ্জ রপ্তানির কথাও উল্লেখ করেছে।
বাস্তব অবস্থা তুলে না ধরে বিচ্ছিন্ন কিছু তথ্য উপস্থাপন করেছে পিনাকি। করোনা টিকা দেয়ার জন্য অটো ডিজেবল সিরিঞ্জ ব্যবহার করা হয়। সরকার ২০২১ এর অক্টোবরে জেএমআই কোম্পানিকে ১১ কোটি সিরিঞ্জ ক্রয়ের আদেশ দেয়। এই কোম্পানি বিদেশেও সিরিঞ্জ রপ্তানি করে। ২০২১ এর ডিসেম্বরে চাহিদার তুলনায় যোগান দিতে না পেরে জেএমআই ৩৩% উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে যা ২০২২ এ কার্যকর হওয়ার কথা। অথচ তার আগের একটি খবর দেখিয়ে দাবি করা হয়েছে সিরিঞ্জ আমদানি করার দরকার ছিল না।
বিশ্বে সিরিঞ্জের কতটা সংকট ছিল তার প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা দেয়া এই সংবাদ:
https://www.reuters.com/.../who-warns-shortage-1-2-bln.../
এ পর্যন্ত ৩৩ কোটির বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। বিদেশ থেকে না আনলে কিভাবে টিকা দেয়া হতো?
২. ফাইজার ও মডার্নার টিকা মাইনাস সেভেনটি ডিগ্রীর বিশেষ ধরণের রেফ্রিজারেটরে রাখতে হয়। অথচ এই হাতুড়ে ডাক্তার কোক-পেপসি রাখতে ব্যবহৃত ফ্রিজে টিকা সংরক্ষণের কথা বলে শেখ হাসিনাকে অভিযুক্ত করছে।
প্রতারক পিনাকি দাবি আরও দাবি করেছে ফাইজার ও মডার্নার টিকা সাধারণ ফ্রিজে এক মাস টিকা রাখা যায়।
এ সংশ্লিষ্ট সংবাদ পাবেন এখানে
https://www.fda.gov/.../fda-brief-fda-authorizes-longer...
ফাইজার ও মডার্নার টিকা প্রস্তুতকারকদের নির্দেশ অনুযায়ী ভায়াল খোলা না হলে সাধারণ ফ্রিজে পাঁচ দিন রাখা যাবে বলা হয়েছিল। পরবর্তীতে সংকট নিরসনে আমেরিকা ও ইউরোপের মেডিসিন অথরিটি অপশন দিয়েছে টিকার ভায়াল খোলা না হলে এক মাস পর্যন্ত রাখা যাবে। সে আবার বলেছে আমেরিকা বিশেষ ধরণের কিছু ফ্রিজ উপহার দিয়েছে। প্রশ্ন হচ্ছে সাধারণ ফ্রিজে রাখা গেলে আমেরিকা বিশেষ ফ্রিজ দিলো কেন?
বিশ্বের অনেক দেশ যখন করোনা মহামারিতে জর্জরিত তখন শেখ হাসিনা আমাদের জনগণের জন্য টিকা নিশ্চিত করেছেন। টিকা ও সিরিঞ্জ অপ্রতুল, সারা বিশ্ব লকডাউনে, সেই সময় সফলতার সঙ্গে কূটনীতি চালিয়ে করোনা সংকট মোকাবেলায় চ্যাম্পিয়নদের কাতারে দাঁড়িয়েছেন। অথচ পিনাকির মতো ধূর্ত জ্ঞানপাপী ৩৩ কোটি ডোজ টিকা নিয়ে প্রশ্ন তুলছে ২৫ লাখ উপহারের টিকার কথা উল্লেখ করে এবং দুর্যোগকালকে বর্তমান সময়ের সঙ্গে তুলনা করছে!
জামাতে ইসলামীর কাফের শাখার নায়েবে আমীর পিনাকির মাথায় এত ঘিলু অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও হবে না যে, সে সমালোচনা করবে, আর তার জবাব দিতে পারবো না। সবচেয়ে বড় কথা পিনাকির মতো দুই টাকার ভাড়াটিয়ার কথায় মুক্তিযুদ্ধ, ইতিহাস বা বঙ্গবন্ধু কন্যার অবস্থানে এতটুকু আঁচড়ও পড়বে না।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: