
তরুণ কবি স্নেহাস্পদ মোঃ আলমামুন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে প্রথম শ্রেণীতে প্রথম স্থানে কৃতিত্বের সাথে সম্মান ডিগ্রি অর্জন করায় ১৯/১১/২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমার্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ খান মোঃ আলমামুন হোসেনকে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও খালেদা হাবিব স্বর্ণ পদক গলায় পরিয়ে দেন।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের নোবেল বিজয়ী অর্থনীতিকবিদ অধ্যাপক ড. জঁ তিরোল। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রের পদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এমন আনন্দঘন মুহুর্তের মোঃ আলমামুন হোসেনের আমন্ত্রণে এবং আনন্দের ভাগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত ও আনন্দিত। স্বর্ণপদক অর্জনকারি মোঃ আলমামুন হোসেন এবং তার সুযোগ্য অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
সেই সাথে আল্লাহর কাছে আবেদন করছি জীবনের সকল কর্মে যেনো এমন অর্জনের ধারাবাহিকতা অব্যহত রাখেন। আমিন।
সমাবর্তনে ৩০৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নিয়েছেন। ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী ১৫৩টি স্বর্ণপদক,৯৭ জনকে পিএইচডি, ২জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রাপ্ত হয়েছেন । সেরা সকল কৃতীমানদের অভিনন্দন ও শুভকামনা।
Daily J.B 24 / মোঃ আসতাব হোসেন
আপনার মতামত লিখুন: