• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা শাহাদাতকে রোহিঙ্গা বলে গালি দিয়েছে বিএনপি নেতা নুরুল আনোয়ার


Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২৪ পিএম
বিএনপি, নেতা, শাহাদাত, রোহিঙ্গা, গালি, বিএনপি নেতা, নুরুল আনোয়ার

রোহিঙ্গা বলে গালি দেয়া নিয়ে চট্টগ্রাম বিএনপিতে তৈরি হয়েছে চরম অস্বস্তি। জানা গেছে, সম্প্রতি দলীয় ফোরামে নুরুল আনোয়ার নগর বিএনপি সভাপতি শাহাদাত হোসেনের সমালোচনা করায় দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়ি ভাঙচুর ও হুমকি-ধমকির দেন শাহাদাত। পরে শাহাদাত হোসেনের বিরুদ্ধে শালিসের ডাক দেন নুরুল আনোয়ার। এর আগে দুই নেতার মধ্যে মুঠোফোনে বাক্য বিনিময়ের সময় শাহাদাতকে নুরুল ‘রোহিঙ্গা’বলে কটাক্ষ করেন বলে বলে জানা যায়।

চট্টগ্রাম বিএনপির দুই নেতার বিরোধে অস্বস্তিতে আছেন দলের নেতারা। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতারাও অস্বস্তিতে পড়ে আছেন। নুরুল আনোয়ার শালিস ডাকায় প্রচণ্ড ক্ষুব্ধ শাহাদাত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল আনোয়ার বলেন, ‘চন্দনাইশের বিরোধ মেটাতে হলে শাহাদাত হোসেনকে দক্ষিণ জেলার রাজনীতি নিয়ে মাথা না ঘামাতে দলীয় ফোরামে পরামর্শ দিয়েছিলাম। কারণ, শাহাদাত সব বিষয় নিয়ে মাথা ঘামান। এ জন্য চন্দনাইশ বিএনপির বিরোধ রয়ে গেছে। শাহাদাত পরদিন আমাকে ফোন করে দলীয় ফোরামে দেওয়া বক্তব্যের কৈফিয়ত চান। ফোনালাপে শাহাদাত আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি তাকে রোহিঙ্গা বলেছি। এ জন্য তিনি আমার বাড়িতে যুবদল ও ছাত্রদল নেতাদের পাঠান। ওরা আমার বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মামলা করি।

নুরুল আনোয়ারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন তাকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করেন।

Daily J.B 24 / News Desk

বিভাগের জনপ্রিয় সংবাদ