• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ফটিকছড়ির বিএনপি কর্মীর বাড়ি থেকে ২৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার


Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম
ফটিকছড়ি, বিএনপি, কর্মী, বাড়ি, লিটার, সয়াবিন, তেল, উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে আক্তার হোসেন নামে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ব্যবসায়ী আক্তার হোসেন ভূজপুর থানা বিএনপির নেতা মো. জাহেদ মেম্বারের কর্মী বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

উদ্ধারকৃত তেল আজ রোববার (৮ই মে) খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

এর আগে শনিবার (৭ই মে) রাত সাড়ে ১১ টার দিকে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার দক্ষিণ গজারিয়া গ্রামের আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছিল। পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে আমি দক্ষিণ গজারিয়া গ্রামে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী ২ হাজার ৩২৮ লিটার তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন।

অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা জারিমানা করা হয়। এছাড়া রোববার খোলা বাজারে এসব তেল বিক্রি করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে এ সময় জানান তিনি।

Daily J.B 24 / Dewsdesk

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ