
কতিপয় ব্যাংক ডলার মজুদ করে- ডলারের কৃত্রিম সংকট সহ, নানা রকম কারসাজিতে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে , এই বিষয় বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কতিপয় মহল জানেনা এটা একটি অবাস্তব ও হাস্যকর ঘটনা ।
আজ যখন বিশ্বমন্দার কারণে নিজেদের সাবধানে পা ফেলতে হচ্ছে তখন মনিটারিং সিস্টেম প্রকাশ করতে পারলো - কতিপয় ব্যাংক ডলার মজুদ করছে ।
প্রশ্ন এখানেই - তাহলে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভের হিসাব আমরা পাই নিশ্চিত ভাবে সেই রিজার্ভ আরো বহুগুন বেড়ে যেতে পারতো । কিন্তু সেটা হয়নি । যেহেতু এই নাটক কোন রাতারাতি গল্পের প্লট নয় সেহেতু এতোদিন দেশের ডলার কালোবাজারী হয়ে কোন দিক থেকে কোন দিকে গেছে তার নিশ্চই কোন ইয়াত্তা নেই ।
এই অন্যায়, এই অপরাধ কোন কমেডিয়ান ছবির ভায়োলেন্স নয় যে হেসে উড়িয়ে দেয়া যেতে পারে । এটা এমন একটা অপরাধ যে, সমগ্র দেশকে দেউলিয়া করতে , দেশের মানুষকে দুর্ভিক্ষে ফেলেদিতে যা যা উপাদান দরকার তার সবটাই এই অপরাধের মধ্যে নিহিত রয়েছে ।
ট্রেজারারকে অপয়াসারন করতে বলা যদি হয় হয় এমন অন্যায়ের শাস্তি, তাহলে যারা শুধুমাত্র ট্রেজারারকে অপসারণের কথা বলেছে, সেখানেই রয়েছে সবচেয়ে বড় ব্লাকহোল ।
হ্যাঁ হয়তো তাৎক্ষনিক ভাবে উক্ত ব্যাংক সমূহের দরজায় তালা লাগানো যাবেনা , বা লেনদেন ক্লোজ করা যাবে না , তাইবলে শুধুমাত্র ট্রেজারারকে অপসারণের মাধ্যমে যদি বিষয়ের সমাপ্তি টানা হয়, তাহলে বিগত দিনে কত মিলিয়ন, কত বিলিয়ন ডলার চোরাবাজারীদের হাতে গেছে বা এদিক ওদিক চলে গেছে সেই খোঁজ নেবার দরজায় তালা পড়ে যাবে ।
বৈশ্বিক এই বিপর্যয়ে , দেশের এই ক্রান্তি লগ্নে , দেশের লাইসেন্স নিয়ে, দেশের মধ্যে ব্যাবসা করে যে বা যারা দেশকেই দেউলিয়া করতে চেয়েছে , দুর্ভিক্ষের মুখোমুখি করতে চেয়েছে , সরকার পতনের মতো চক্রান্ত প্রায় চূড়ান্ত করে এনেছে তাদের শাস্তি কোন পর্যায়ের হতে পারে সেটা নাইবা বললাম । কারণ আমি নিজেও জানিনা সেই শাস্তির নাম কি আর কতটা ভয়ংকর ।
আপনারা, আমরা মাঝে মাঝে বিএনপির অনেক কথাই হেসে উড়িয়ে দেই। আমার ধারণা তারা যা বলে জেনে শুনেই বলে । কারণ কিছুদিন আগেই বিএনপির রিজভি সাহেব দেশে দুর্ভীক্ষের কথা বলেছে । কথাটা কি এমনি এমনি বলেছে । নাকি তারা জানে - ডলার কোথায় কিভাবে মজুদ হয়ে কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে । এবং বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে চলেছে ব্লাক হোলের দিকে !
আগামীতে সময় বলে দেবে- এই অপরাধের বিচার কিভাবে হয়, কতটা হয় তার গভীরতা । ভুলে গেলে চলবে না - ৭৪ সালে বাসন্তির একটি ফেক ছবি দুর্ভিক্ষকে তাতিয়ে তুলেছিলো । আর এখনতো ডলাররের কারসাজি বাস্তব ঘটনা ।
মোঃ তৈমুর মল্লিক
কলামিস্ট
ব্রাক ব্যাংক , ডাচ বাংলা , সাউথ ইস্ট, সিটি , স্ট্যান্ডার্ট চার্টার্ড, প্রাইম ব্যাংক
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: